হে সদাপ্রভু,  অন্তঃজ ভগবান –
আমার আর কিছু চাওয়া নেই ধরণীতে
বুকে শুধু মানুষের লাগি প্রেম দিও অফুরান।
হে স্বয়ং ব্রহ্মা,
আমার আর কিছু চাওয়া নেই—
চোখে  আর দেখার কিছু নেই, কন্ঠে তৃষ্ণা নেই,
স্বপ্নের তেজষ্ক্রিয়তা নেই,
এই অপার রুপলীলাময় সাজঘরে
অমরত্ব-ও চাইনা;
বুকের মরুদ্যানে শুধু ঘনবর্ষণ দিও
ভালবাসার শারাব।
আমার আর কিছু চাওয়া নেই।
কোনো যৈবতীকে কথা দেয়া নেই;
মনে বাসনার পসরা নেই, কামনার মেঘ নেই,
নারীর নারিছেড়া প্রেম নেই।
ঘর নেই তাই বাড়িফেরার তাড়া নেই
পথপানে চেয়ে থাকা নেই,
জীবনে আর বসন্ত আসার সময় নেই
তবুও তাপ-অনুতাপ নেই;
আমার কিছুই নেই—
তবুও কিছু চাওয়ার নেই।
শুধু সীমাহীন মমতার সাঁকো জুড়ে দাও
প্রতিটি মনুষ্য-অন্তরে, ধবল করে দাও চিত্তগুলো
সাদা মেঘের মত—
অনিঃশেষ প্রেমাংশু দাও মানুষে মানুষে।
হে পরম গুরু,
এই টুকু শুধু দিও, বাকি সব যাচ্ছেতাই ,
আমার আর কিছু চাওয়া নেই।