শ্যামলতা, কত আলোকবর্ষ সময় ধরে
এই অসহ্য পরিক্রমণ খেলা চলবে
আমায় বলতে পার ?
অগণিত নক্ষত্রের ভীড়ে দিনভর
খুঁজে ফিরে ক্ষপান্তে মরে যাই ;
আবারো জন্ম নিতে থাকি প্রতিদিন।
এভাবে কতবার জন্ম নিতে হবে আমায়
আমায় বলতে পার ?
বুকের কোমল মাঠে আগলে রাখতে
অপার মমতায় জড়ায়ে—
কাঁন্না-হাসি-সুখ-বেদনা বিলাসে
ক্রমশ বুকটা খেলাঘর হয়ে উঠেছিল ।
হঠাৎ তোমার নক্ষত্র হতে সাধ হল কেন
আজো বুঝে উঠতে পারিনি ।
আমার কাঁশফুলের মত শুভ্র-ধবল প্রেম
নিশিদিন খুঁজে ফেরে হারানো উষ্ণতা,
গ্রহ-জ্যোতিষ্ক-নক্ষত্রালোকে কল্পনায়
খুঁজে যাই তোমার শরীরের মোহ-গন্ধ;
অশরীরি নভোচারীর বেশে।
বল প্রিয় কোন সে নক্ষত্রের আলোকধারায়
তুমি ঘুমাও?  
আর কতগুলো গ্যালাক্সি পেরুলে
তোমায় দেখা যাবে ?
বুকে আরও কি পরিমাণ শূন্যতা ধারণ করলে
ওই মহাশূন্যে তোমায় পাওয়া যাবে…?