ঘুম নেই । ঘুম নেই । ঘুম নেই—
শিবরাত্রির উপবাসে কঙ্কাল সার চোখ।
ভাব নেই । ভাব নেই। ভাব নেই।
ফুরিয়ে গেছে সব গান, সুর-লহরী
ভাব সাগরে একোন ভাঁটার টান !


মন নেই। মন নেই। মন নেই—
না শারাবে, না গোধূলি, না ঊষায়
পেয়ালা হাতে দাড়ায়ে সাকি
চকিত আঁখি, কম্পিত ওষ্ঠাধর;
সঁপে দিচ্ছে দিগম্বর শরীর
তবু কাম নেই। কাম নেই। কাম নেই।


প্রেম নেই। প্রেম নেই। প্রেম নেই—
না আমাতে, না তোমাতে, না কুকুরে, না নারীতে
না মানুষে, না স্বাপদে, না জীবে,
না ঈশ্বরের অন্তরে—
যতদূর চোখ যায় ধূ ধূ দগ্ধ মরুচর !


পলাশ ফারাজী
ঢাকা, ১৫ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ।