চেতনার শরীরে লেপ্টে গেছে নিরাশা
উবে গেছে হেমাঙ্গীর আদরের স্পর্শসুখ;
ঢুকে গেছে সেথা বিষাক্ত তীর
যজ্ঞের উলুধ্বনির সুরে সুরে ।


নিভে গেছে সেথা আলোকধারা
থেমে গেছে কূজন-কোলাহল,
পাখিদের কুহু-কেকা,
কপোলে ভেসেছে  কান্নার দাগ।


ঝড়ে গেছে তার পুষ্প-কুঁড়ি-কান্তি
সকল ফুল-বৃক্ষ মরে গেছে চিরতরে —
ফুল ফোঁটেনা, অলি বসেনা,
ভাবনাগুলোতে বাসা বেঁধেছে পোকা
ক্রমঃশ যাচ্ছে মরে।


পলাশ ফারাজী
[ঢাকা, ১৯ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ]