এই মধুর শ্রাবণে কে জানে
কোথা হতে আসে মেঘমালা
সাদা কালোর আচ্ছাদনে।


সারা গগনাঙ্গ কম্পিত গর্জনে
          বাতাসে প্রেম নেই
সেও আজ নির্দয় উন্মাদনে।


আমিও ব্যাকুল কি কারনে
কে জানে।
                                          একি!
জল কোথা হতে এল আঁখিকোণে !


পলাশ ফারাজী
ঢাকা, ২ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ।