হিন্দু নয় মুসলমান নয়
বৌদ্ধ নয় খ্রিষ্টান নয়
আজ বন্ধু মানুষ হওয়ার দিন।


জাতির অস্মিতা নয়
সম্প্রদায়ের সম্প্রীতি নয়
আজ বন্ধু মানব প্রীতির দিন।


দেশ কাল পাত্রের বেড়া ভেঙে
ভেদ-বিভেদের রেখা মুছে
আজ "আমি মানুষ"  বলার দিন।


ভোরের সূর্য এখন অনেক দূরে
রক্ত ঝরা পায়ে মাথা উঁচু করে
আজ তার পানে এগিয়ে চলার দিন।


আজ হাতে হাত রেখে চলার দিন
নোতুন এক স্বপ্ন দেখার দিন
আজ বন্ধু নোতুন বিশ্ব গড়ার দিন।