আকাশে এখন চেতনার ক্ষয়িষ্ণু চাঁদ
অখণ্ড মানবতার মর্মভেদী আর্তনাদ--
"আমাকে বাঁচতে দাও"।


কবি সাহিত্যিক গীতিকার
লেখক সাংবাদিক নাট্যকারের
অন্তরের রঙিন কথাকলি যে
আজ আর ফুল হয়ে ফোটে না
কলম মনের কথা বলে না
অর্থের অমোঘ প্রীতিতে
অথবা রাজনীতির ভীতিতে।


ওগো কে আছো কোথায়
বুক থেকে সরিয়ে দাও
আধুনিক সভ্যতার সর্বগ্রাসী
জগদ্দল প্রস্তরখণ্ডকে
আমাকে বাঁচতে দাও
সংস্কৃতির নামে অসংস্কৃতির
গলিত লাশঘর থেকে।