দুঃখ নয় সুখ নয় আনন্দ চায় মন
কোথা যাই কোথা পাই খুঁজে  অনুক্ষণ।
সুখ-দুঃখ মনের খেলা
এই আছে নাই সে বেলা
আনন্দ যে পরম ধন ধাই তারি পেছনে
মাথা কুটে মরি সদা পাই তারে কেমনে।
দুধ কিনতে যদি আমি যাই কভু বাজারে
মণিহারী দোকানেতে পাই তাহা কী করে?
যেখানে যা পাওয়া যায় যেতে হবে সেখানে
আনন্দের উৎস ধরে যেতে হবে সন্ধানে।
মানা নেই ডানা মেলে উড়ে যাও সে দেশে
আনন্দময় যে লোকে আনন্দে উদ্ভাসে।