মূঢ় আমি, অজ্ঞ আমি
নিজেকে খুঁজি স্থূল জগতে
বুদ্ধিবলে, বিত্তবলে
অহমিকার ঔদ্ধত্যে।


অন্ধ আমি, বদ্ধ আমি
পথ চলি লক্ষ্যহীন
সুখের আশে ঘুরি ভুবন
দেহসুখে থাকি যে লীন।


ও মন,
আনন্দ যদি চাও
আনন্দের উৎস ধর
কামাগ্নির কুন্ডে ডুবে
কী আর আশা কর।


সর্ব শাস্ত্রে মহাজনে
এই কথাই কয়
আত্মা-সুখে মগ্ন হলে
আত্মসুখে  জয়।