গন্ধরাজ গন্ধ ছড়াও চতুর্দিকে
নগরাজ প্রণত হও নির্ণিমেখে
মনোরাজ আসছে যে আজ মধুরাতে
মালকোষেতে ঢেউ উঠেছে তার গীতিতে।


মালতি মাতাও ভুবন মধুর হেসে
মানোময়ূর নাচ জুড়েছে তার আবেশে
লক্ষ তারা আলো জ্বালো গ্রহান্তরে
বক্ষ মাঝে আসন পাতা ভক্তিভরে।


হৃদয় আমার সিক্ত আজি প্রীতিরসে
রোমাঞ্চিত চিত্ত আমার তারই আশে।
আসবে সে যে রাজার বেশে মধুর হেসে
মর্ম জুড়ে বসবে আমায় ভালোবেসে।