আমার হারিয়ে যাবার কোন ভয় নাই
নাই মোর মৃত্যু ভয় সদা নির্ভিক তাই।
হারাবো কোথায় আমি কোন সুদূর লোকে
সর্বত্রই তুমি প্রিয় রেখেছ পদচিহ্ন  এঁকে।


অসূর্যস্পর্শাও যে তোমার স্পর্শে ভাস্বর
নিঃসীম নীলাকাশে তুমিই তো চিদাম্বর।
অন্তরের গহন কোনে তুমিই গোপনে
সব শোন সব দেখ নীরবে নির্জনে।


মূঢ় আমি মায়া-লোকে হারাই তোমাকে
রাধাকান্তে খুঁজে মরি ঘোর কৃষ্ণলোকে
অন্তর্লোকে যবে খুঁজি আকুল নিষ্ঠায়
দেখি তুমি হাসো বসে সুস্মিত মুদ্রায়।