কথা ছিল বকুল তলে
তুমি আমি দু'জন মিলে
মিলব সন্ধ্যা বেলা
চোখের জল শুকিয়ে গেল
মনের আলো নিবে গেল
পথ চেয়ে একেলা।


হাতের মালা থাকল হাতে
তারার মালা ফুটল রাতে
কুলায় ফিরল পাখি
এদিক ওদিক চউদিকেতে
তোমায় শুধু খুঁজতে থাকি
বিরহ কাতর আঁখি।


জীবনে যাকে সব দিয়েছি
পল-অনুপল প্রাণে ধরেছি
সে কেন কথা রাখল না
হয়তো কিছু বাকী আছে
জীবনে কিছু ফাঁকি আছে
তাই বুঝি সে এলো না।


শুকতারা কানে বলে গেল
প্রতীক্ষায় অটল থেকো
আসবে সুজন আসবে
তারই আলোর আলো মাখো
তারই ভাবের ছবি আঁকো
মনের আঁধার কাটবে।


স্তব্ধ গগন মগ্ন নয়ন
বকুল বীথি মাতালো পবন
এমন মধুর ক্ষণে
ছড়িয়ে সুবাস নয়নে সুহাস
আমার ভুবন করে উদ্ভাস
এলো সে আমার মনে।