পূর্বপুরুষ করে গেছেন শুধু এই যুক্তিতেই
সব কিছু যে মানতে হবে এমন কথা নেই।
সবুজ মন অবুঝ হলে বিপদ ডেকে আনে
সত্যাসত্য নিত্যানিত্য কিছুই নাহি মানে।
বুদ্ধিবলে বিবেক জাগাও বুদ্ধি জাগাও জ্ঞানে
যুদ্ধে হারাও ভাবজড়তায় এগোও মুক্তমনে।
ছিঁড়ে ফেল মনের যত কুসংস্কারের বাঁধন
ঋদ্ধ কর সমাজ মানস বিশ্বজনীন আঙন।
ভয় সন্ত্রাস বন্ধ হোক মিথ্যা মোহাবেগে
প্রেম-প্রীতির ফুল ফুটুক ঊষার অরুণ রাগে।