আগেও তুমি পরেও তুমি
মাঝখানে এই লীলাভূমি
এই কথাটা বুঝে যে সে
থাকে তোমার চরণ চুমি।


অর্থ আনে অনর্থ সব
অর্থ ছাড়াও জীবন বৃথা
অর্থ ব্যয়ের অর্থ থাকলে
পরমার্থই শেষ কথা।


ব্যাসে তুমি বৃত্তে তুমি
সবার তুমি চক্রণেমি
এই ভাবেতে থাকি যখন
সুখ-দুঃখের উর্ধ্বে আমি