শিশুদের ছড়া


(১)


"র"


রণজিত রণে যায়
      পরে রণ-পা
আকাশেতে রামধনু
     আয় দেখে যা।


(২)


"ব"


বিকেল বেলায় বকুল তলায়
                 কে বসে ওই
বিশু বলে বাসুর সাথে
             ফুল যে কুড়োই।


শিশুর প্রশ্ন


(১)


কে বোলালো রঙের তুলি
প্রজাপতির পাখায়
কে বসালো ফুলের মেলা
গাছের শাখায় শাখায়?


(২)


মেঘ উঠলে দদুর কেন
গলা ছেড়ে ডাকে
ময়ূর কেন পেখম তুলে
তাথৈ তাথৈ নাচে?


(৩)


রাতের বেলায় রবি মামা
কোথায় চলে যায়
দিনের বেলায় নিশামণি
কেউ দেখতে পায়?