শিশুদের ছড়া
(১)


"ক"


কাক কালো কোকিল কালো
          কালো চোখের মণি
কেশ কালো মেষ কালো
            কালো কয়লাখনি।


(২)


"ম"


মধু মধুর মা মধুর
     মধুর মামা বাড়ী
তার চেয়েও আরো মধুর
    বাবার সঙ্গে আড়ি।


(৩)


"প"


পা দিয়ে পান করে
    তাই পাদপ নাম
পথে পথে সারে সারে
     শোভা অভিরাম।
(৪)


"শ"


শশধরের শশার ক্ষেতে
শনিবারের রাতে
শ'য়ে শ'য়ে শিয়াল এলো
বিরাট ভোজ খেতে।


(৫)


"গ"


গোপাল গায় গলা ছেড়ে
         সা রে গা মা পা
গোঠে গোঠে গোরু ফেরে
       গোয়ালে নিয়ে যা।