শিশুদের ছড়া
(১)


"চ"


চাঁদু চচা চুঁচড়ো গেছে
         দেখতে চরক মেলা
প্যাঁচা বসে ঘরের চালে
        চেঁচায় দিনের বেলা।


(২)


"ভ"


ভুলোর কভু ভয় করে না
         ভুতকে বলে, ভাই
এসো দু'জন মিলেমিশে
        ভাদুর মেলা যাই।


(৩)


"ন"


নয়ন মানে চোখ জেনো
চরণ মানে পা
মনের ডানা মেলে দিয়ে
যেখানে খুশি যা।