শিশুদের ছড়া
(১)
ফোটে


ধান থেকে ফোটে খই
ফুল ফোটে কাননে
শিশু মুখে ভাষা ফোটে
দুধ ফোটে উনুনে।


রাত গেল ভোর হল
রঙ ফোটে আকাশে
জল ফোটে ধোঁয়া ওঠে
মিশে যায় বাতাসে।


(২)


"ল"


নাল ঝরছে ধনলালের
লাল লাল লংকা খেয়ে
ণোলক পরা লীলাবতী
ভয়ে তাকে দেখছে চেয়ে।


(৩)


"ড়"


ঝড়ে পড়া আম কুড়োতে
ভিড় করেছে বড়র দল
বড় বড় করছে জড়ো
দেখ তাদের গায়ের বল।