চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চল এগিয়ে চল
       এগিয়ে চলাই জীবনধর্ম, এ কথা আজ বুঝিয়ে বল।
        চরাচরে জড়চেতন সবাই চলে নিজের পথে
        পশু চলে বৃত্তিমত  মানুষ চলে বিবেক রথে।
(সেই) বিবেক যদি ঢাকা পড়ে দেহসুখের কালো ছায়ায়
         মন যদি ছুটতে থাকে ভোগবাদের অন্ধ মায়ায়
         চরম বিপদ ঘনিয়ে আসে ধূলির এই ধরার পরে
         তফাৎ কি আর থাকে তখন বুদ্ধি-হীন পশু ও নরে!
(আজ) বিশ্ব জুড়ে ছুটছে মানুষ বিবেক দিয়ে জলাঞ্জলি
         ন্যায়-নীতি-সত্যাদর্শ সব কিছু যাচ্ছে ভুলি।
         মানবতা বাঁচাতে হবে প্রতি পলে জাগিয়ে বিবেক
         চলতে হবে আলোর পথে ভুলে সকল ভেদ ও বিভেদ।