ভগবান আছেন, আছেন ভগবান
ভগবান আসেন, আসেন ভগবান।
মানব শরীরে মর্ত্ত্যের মাটিতে
আঘাতে আঘাতে ধরাকে জাগাতে।


ভগবান আসেন এক যুগসন্ধিতে
মানুষ যখন শুয়ে থাকে নিশ্চিন্তে।
শুয়ে থাকে দেহে মনে আত্মায়
নিজের স্বরূপ ভুলে অন্ধ মায়ায়।


ভগবান আসেন শিষ্টদের সহায় হয়ে
অধর্মের নাশ করে সত্যের গান গেয়ে।
অন্ধকার মুছিয়ে ক্লেদ-কালিমা ঘুচিয়ে
প্রাণে প্রাণে আলোর প্রদীপ জ্বেলে দিয়ে।


আজ অন্যায় অত্যাচারে অতিষ্ঠ ধরা
আঘাতের ক্ষতচিহ্ন তার সর্ব অঙ্গে ভরা।
ত্রাহি ত্রাহি রবে বিদীর্ণ মর্ত্ত্যলোক
নিত্যসঙ্গী জরাব্যাধি, দ্বেষ-হিংসা শোক।  


এবার সবার মাঝে এসো তুমি নেমে
অস্তিত্বের সংকট সভ্যতা গেছে থেমে।
হোক যুদ্ধ মুক্ত হোক যতেক শৃঙ্খল
মরি তবু বেঁচে যাক সভ্যতা উজ্জ্বল।