ধর্ম আর ধর্মমতে বিস্তর ব্যবধান
ধর্মে ঐক্য, ধর্মমতে সবে যুযুধান।


ধর্মে ধরা জগৎ হিত ধর্মমতে দ্বেষ
যত ধর্মের বিভাজন তত দুঃখ ক্লেশ।


রক্তক্ষয়ী কত যুদ্ধে লক্ষকোটি প্রাণ
ধর্মান্ধের মিথ্যা মোহে হয়েছে বলিদান।


ধর্মে মাখা মননের নৈঃস্বর্গিক দ্যুতি
ধর্মমতে আছে গাঁথা বিভেদের গীতি।


ধর্ম মুক্ত, ধর্মে মুক্তি, ধর্ম মর্মমণি
"মানবধর্ম" বলি তারে দাও জয়ধ্বনি।