কামের আগুন জ্বলে উঠেছে
জ্বলছে মানব সংস্কৃতি
সেই আগুনে জ্বলছে নেতা
অভিনেতার ভাবমূর্তি।


মুখোশ পরা সাধু জ্বলছে
জ্বলছে শিক্ষক-অধ্যাপক
যুব-যুবা জ্বলছে যে আজ
করে শুধু প্রেমের নাটক।


মেদ মজ্জা রক্ত মাংসে
গড়া মোদের শরীর
মনই তার চালক শক্তি
সে-ই যে আজ অস্থির।


চারিদিকে জ্বলছে এখন
কামের অগ্নিকুণ্ড
মন-পতঙ্গ মরছে পুড়ে
সমাজ লণ্ডভণ্ড।


সংস্কৃতি আজ কলুষিত
অসংস্কৃতির উল্লাসে
সভ্যতা যে বাঁচাতে হবে
যম-নিয়মের অভ্যাসে।