বক্তৃতা চলছিলো ময়দানে--
আমরা আজ এগিয়ে চলেছি।
খাওয়া-পরা, পোষাক-আশাক
হাওয়া-বাতাস সব বদলেছে।
বদলেছে শাসকের রঙ
শাসনের ঢঙ।


সাহিত্যের পাতায় পাতায় আজ
রঙের রোশনাই
গানে গানে আধুনিকতার উল্লাস।
মুখে মুখে মোবাইল, ঘরে ঘরে টিভি
নেটের সশক্ত সূতোয় সবাই
একসূত্রে বাঁধা।


সভ্যতা এগিয়ে চলেছে--
প্রযুক্তির নব নব আবিষ্কারের শ্লাঘায়
প্রশস্ত বুক, উন্নত শির।
হরিকোটার গর্ভ থেকে, থেকে থেকে
স্যাটেলাইটের তীব্র নিনাদ।
কাল আমরা মঙ্গলে ঘর বাঁধব
চাঁদে বাসর সাজাব মহোল্লাসে।
আমরা এগিয়ে চলেছি।


এমন সময় কোথা থেকে
এক ঝোড়ো কাক উড়ে এসে
জুড়ে বসল নেতার মাথায়, বলল--
সব তো বদলাচ্ছে, মানলাম
কিন্তু মানুষের মন বদলালো কই।


লালসার লেলিহান শিখায়
জ্বলছে পৃথিবী দাউ দাউ করে।
পৃথিবী লাঞ্ছিত, পৃথিবী ধর্ষিত
উন্মত্ত হিংসায় পৃথিবী রক্তস্নাত।
আজ মন বদলানোর নেতা চাই
মানুষ গড়ার কারিগর চাই
মানবতার মুক্তি চাই
তাই নোতুন এক পৃথিবী চাই।