ঔদ্ধ্যতের সিঁড়ি বেয়ে
অহঙ্কারে বুক উঁচিয়ে
আমি চলছিলুম...
চলছিলুম ভোগ-সিন্ধুর
শেষ বিন্দুটুকু শুষে নিতে।


প্রাণী-পশু-উদ্ভিদ
পরিবেশ প্রতিবেশী
কারও দিকে তাকাইনি
সবাইকে শাসন-শোষণ
করেছি সাধ্যমত
আত্মসুখে হয়েছি উন্মত্ত।


জড়বাদের তীব্র চাবুকে
রক্তাক্ত হয়েছে কত দেহ
মতবাদের অব্যর্থ বুলেটে
লুটিয়ে পড়েছে মানবতা,
প্রেম-প্রীতি আধ্যাত্মিকতা।


অলখপুরুষ হেসে বলেছিলেন
সামলে চলো বৎস
সবার জন্যে এই ধরা
সবাইকে ভালোবেসো।


আমি ব্যঙ্গ করে বলেছিলুম
কে তুমি? দেখেছি কখনো?
জীবনটা যতক্ষণ
নিজ স্বার্থ দেখি ততক্ষণ।


হঠাৎ একদিন
বিরাট এক অন্ধকার
সামনে দাঁড়িয়ে বলল,
আমি করোনাভাইরাস
অস্তিবোধের আশ্বাস।