তোমার ছবিটি এঁকে দিও মনে
অমেয় বাণীটি হৃদয়ের কোণে
যখন যেখানে যেই কাজে থাকি
তোমাকেই যেন সদা মনে রাখি
তোমারই হাসি ওঠে যেন ভাসি
অমারাত্রির সব কালো নাশি
দুদিন সুদিনে ভুলে যাই আমি
অন্তরে আছো অন্তর্যামী
অকুলে দু'কুল ভেসে যায় যবে
কেঁদে কেঁদে মরি, দুষি তবে
শুধু কৃপা করো আঁখি তুলে ধর
নাও সব কিছু হে তিমিরহর।