অনন্ত কালবলয়ের কোন সে বৃত্তে
আমার বিন্দুরূপ ফুটে উঠেছিল
তোমার চিত্তে
মানব শিশু হিসেবে কোন সে প্রভাতে
জন্ম হয়েছিলো মোর এই পৃথিবীতে
এই সব তথ্যকথা অধরা অজ্ঞাত আজ
শুধু জানি, অন্তরের মাঝে তুমি আছো মনোরাজ।


স্বর্গসুরভিবহ তব গন্ধ রেণু
পরাণ আকুল করা অভিসার বেণু
মধুর মোহন দীপ্তি মমতামঞ্জরী
সৌন্দর্যসুষমামৃত আছে যে আবরি।


আমার আলয়ে আছে যত ভক্তি আলো
যত ভালোবাসা আছে প্রীতিতে উচ্ছল
তিলে তিলে ঢেলে দিই সে চরণ তলে
তুমি তা গ্রহণ করো পলে অনুপলে।


আজ আনন্দাশ্রুতে মাখা ভক্তিপূত হৃদে
তব প্রতি প্রণতি জানাই শুদ্ধ চিতে
অযুত অনন্ত কোটি লহ গো প্রণাম
অনাদি অনন্ত কাল নিত্য অবিরাম।