মুক্তি নাই মুক্তি নাই
     দল-বদলে মুক্তি নাই
     মন-বদলে যদি আমরা
     একসাথে না এগিয়ে  যাই।


যদি, বাঁচার মত বাঁচতে হয়
      ভাবের স্রোতে ভাসা নয়
      যুক্তি-তর্ক-বিবেক বোধে
      করতে হবে জগৎ জয়।


     নিজের মধ্যে জাগাতে হবে
     নীতিবোধ ও পরাজ্ঞান
     তবেই সমাজ উঠবে জেগে
     নোতুন ভাবে জাগবে প্রাণ।


     ঘরে ঘরে জনে জনে
     মানবতার প্রদীপ জ্বালো
     সব আঁধার সরে যাবে
     আসবে ধরায় নোতুন আলো।