মানুষের মুখগুলোতে আজ
মানুষ খুঁজে পাই না
মুখে মুখে চোখে পড়ছে
বাঘ চিতা আর হায়না।


আমরা ভাবি এক, বলি আরেক
আর করি অন্য কিছু
কথা কর্ম ভাবনা জুড়ে
ছলনা পিছু পিছু।


মানুষে আজ মানুষ চাই
দেহে মনে আত্মায়
সত্য ঋজু নীতিনিষ্ঠ
সরলতা সত্তায়।


সংজ্ঞা-প্রজ্ঞা জাগুক সবার
জাগুক বিবেক বোধ
বদ্ধ ঘরে আলো আসুক
ঘুচুক অবরোধ।