বাবা নামের তরী ভেসে চলে
ভবের দরিয়ায়
বাড়িয়ে দুহাত বলছে বাবা
আয়রে চলে আয়।


বাবা পরম আপনজন
তাকে ভুলে ভবের ভেলায়
ভাসবি কতক্ষণ
ও তুই ভাসবি কতক্ষণ।
তুই তার নয়নে নয়ন রেখে
পড়ে যা তার রাতুল পায়।
বাবা নামের তরী ভেসে চলে
ভবের দরিয়ায়।


তরী আলোয় ঝলমল
প্রীতি সুধায় টলমল
তুই সেই তরীতে পাল তুলে দে ভাবের দুনিয়ায়।
বাবা নামের তরী ভেসে চলে
ভবের দরিয়ায়।


তরীর নাইকো কোন গুণ
করে সগুণে নির্গুণ
সুখ-দুঃখের পরপারে সে আনন্দেতে ধায়।
বাবা নামের তরী ভেসে চলে
ভবের দরিয়ায়।


(ভগবান শিবের উদ্দেশ্যে)