সূর্য ডোবে সূর্য ওঠে
দিন আসে দিন যায়
উৎসাহে উল্লাসে আসে নববর্ষ
ঘরে ঘরে আনে অপার হর্ষ।


আমি ভাসি পুরাতন বদভ্যাসে
মদ ছাড়ার অঙ্গিকার করি
মদে ডুবে গিয়ে আকণ্ঠ
আলোর পথে চলার সংকল্প নিই
অন্ধকার কুঠরীতে অঙ্গে লাগিয়ে অঙ্গ।


বছর বছর সেই একই অঙ্গিকার
মুহূর্ত্তের জন্যে মন শক্ত, আবার হার
এমন করেই কেটে গেল বছর পঞ্চাশ
একই আকাশ একই বাতাস একই আশ্বাস।


এবারের নোতুন দিনের সূর্য
বয়ে আনুক নোতুন আলো
জীবনে যেখানে তিলমাত্র কালো নেই
আলো আলো শুধু আলো
শুধু শপথ নয় বাস্তবে প্রমাণ করি
আমি ভালো, ভালো কেবলই ভালো।