চোখে চোখে রেখো আমায়
ঠেলে দিও না
বিড়াল যেমন মুখে করে
রাখে নিজের ছানা।


জানি আমার গুণ কিছু নেই
নাই তো কোন জ্ঞান
পুণ্যের বল নেইকো আমার
সব তোমারই দান।


চোখে মায়ার কাজল পরে
থাকি এ সংসারে
অষ্ট পাশের কষ্ট সই
তবু, ভাবিনা তোমারে।


মনটা আমার তোমায় দিলুম
গ্রহণ করো প্রিয়
তোমার মনের কণামাত্র
আমায় তুমি দিও।


সেই মনেই দেখব আমি
আমার জগতটাকে
ভুলবো না আর ভবের খেলায়
পাবোই তোমাকে।