তোমার গায়ের একটু হাওয়া
সেই তো আমার পরম পাওয়া
               আমি সেই আশাতেই থাকি
তোমার চোখের একটু চাওয়া
একটু দৃষ্টি দেওয়া নেওয়া
                প্রীতিতে মাখামাখি।


কান পেতে রই মহাকাশে
তোমার মুখে আমার নামটি
               যদি একবার  আসে
সেই ধ্বনিকেই মন্ত্র মানি
বারংবার নীরবে শুনি
                মন আনন্দে ভাসে।


তোমার রূপের একটু ঝলক
অপরূপ ওই চোখের পলক
                ধ্যানে ধরি ক্ষণতরে
সুখ-দুঃখ এক হয়ে যায়
মান-অপমান হারিয়ে যায়
               ওই চরণ চিহ্ন 'পরে।