সপ্তসিন্ধু উদক ঢালিয়া
    ধৌত করে যার শ্রীচরণ
কোটি সূর্য প্রদীপ জ্বালিয়া
    নত শিরে যারে করিছে বরণ
মহাবিশ্বের মহাধিপতি
    তিনিই শ্রীশ্রীআনন্দমূর্ত্তি
সকল জীবের পরমাগতি
    তাঁকেই সতত কোটি প্রণতি।


বিহগ-মৃগ-বন লতা-পাতা
    ফুল-পল্লব গাহে তারই গাথা
সূর্য-চন্দ্র-গ্রহ-তারকায়
    অদ্রিশৃঙ্গে তাহারই বারতা।


সকল জীবের পরমাশ্রয়
     সকল ক্লেশের পরম ত্রাতা
যে পারে ধ্যানে ধরিতে তাঁহারে
     তারে ধরে রাখেন সেই বিধাতা।