চল না যাই কোথাও
দূরে অনেক দূরে।
গ্রাম শহর ছাড়িয়ে
আকাশ-সাগর পেরিয়ে
চল না যাই কোথাও
দূরে অনেক দূরে।


যেখানে অফিস যাওয়ার তাড়া নেই
টাকার পেছনে ছোটা নেই
পাড়া পড়শীর ঈর্শা নেই
চল না যাই কোথাও
এই এ বেলায়, মনের ভেলায়।


যেখানে বাতাসে বিষ মেশেনি
আকাশ ফ্যাকাশে হয়নি
ফুলে যেখানে পোকা ধরেনি
ফলে যেখানে ওষুধ মেশেনি
চল না যাই সে দেশে
মনের ভেলায় ভেসে।


যেখানে সাগর ভরা স্নেহ আছে
পাহাড় সমান ধৈর্য আছে
কোটি সূর্যের আলো আছে
চলনা যাই সেখানে
আলোয় ভেসে আলোর দেশে।