প্রলয় হোক প্রলয়--মহাপ্রলয়।
পৃথিবীর যত গ্লানি
মিথ্যাচার ও হানাহানি
               নিঃশেষে হোক আজি লয়।


মুছে যাক জমে থাকা এক আকাশ
                         কালো আশ
ধুয়ে যাক যত সব পাশবিক সন্ত্রাস
অনাচার অবিচার শেষ হোক, হোক ক্ষয়।
প্রলয় হোক প্রলয়--মহাপ্রলয়।


কাঁপুক পৃথিবী ভাঙুক আকাশ
                 কর মহাতাণ্ডব
যাক শোণা যাক চারিদিকে শুধু
                ত্রাহি ত্রাহি ত্রাহি রব
যাতনা বহ্নি জ্বালো চারিধার
পাপী-তাপী সব হোক একাকার
এসো হে রুদ্র এসো ভৈরব
                       হোক তব আজি জয়।
প্রলয় হোক প্রলয়--মহাপ্রলয়।


আজ শুদ্ধসত্ত্ব নীল সরোবরে ফুটুক কমল
সোণালী ভোরের অরুণ আলোয় হোক উজ্জ্বল।
বলো ডেকে সবে ভয় নাই আজ নাই ভয়
হোক না প্রলয় সত্যের শেষে হবে জয়।।