কবি তুমি কবিতা খোঁজ
         মানুষ মরে অন্ন খুঁজে
কবিতা কি আর ফসল ফলায়
       রৌদ্রে জলে সমান যুঝে।


মরছে মানুষ বন্যা-খরায়
         মিথ্যা মায়ার মোহাবেশে
নিত্য নোতুন মন ভোলানো
        শোষণ কলের করাল গ্রাসে।


জ্বলছে ধরা রোষানলে
        মানবতা মরছে কেঁদে
কলম কি আজ ফুল ফোটাবে
       মানবপ্রীতির সূত্র বেঁধে।


লেখ কবি কবিতা লেখ
        ঐশীকলার মধু মাখো
সবুজ মনের মানস পটে
        অশ্রুজলে আর্তি রাখো।


কবি তুমি কবিতা লেখো
        মানুষ গড়ার স্বপ্ন দেখ
নিপীড়িত মানবতার
        ভবিষ্যতের ছবি আঁকো।