কাঁদব কেন
কেন ভাসব চোখের জলে
আমি তোমার জন্যে লড়তে জানি
বাধার পাহাড় বুকে নিয়েও
আশার ভাষা বলতে জানি।


কাঁদব কেন
কেন ডুবব শোক সাগরে
আমি তোমার কথা ভাবতে জানি
সুখ দুঃখ সরিয়ে দিয়ে
তোমার পথে চলতে জানি।


কাঁদব কেন
কেন হারাব আঁধার পথে
আমি তোমায় ধ্যানে ধরতে জানি
নিকষ নিশির তটরেখায়
ভোরের আলোয় নাইতে জানি।


আমি যাত্রা পথে যুঝতে জানি
বুঝতে জানি তোমার ভাষা
তোমার লীলাকুসুম হয়ে
ছড়াতে পারি ভালোবাসা।


কাঁদব কেন
কেন কাঁদব জড়ের জালে
হাজার গুরু-কাজ ফেলে
কাঁদব আমি তোমার জন্যে
মন-ভোলানো ভুবন ভুলে।


।। কবিতাটি আমার জীবন দেবতার শ্রীচরণে সমর্পিত।।