এই জগতে যদি  থাকে
           সোণার চেয়েও খাঁটি
জেনে রেখো সে যে আমার
          মা-টি আমার "মা"-টি।
গ্রীষ্মের দহন দাহে
            শীতের হিম প্রপাতে
মা যে আমার সকল সময়
            বাঁচায় আঁচল পেতে।
আমার মনের দুঃখ জ্বালা
            আমি যত না বুঝি
তার চেয়েও বেশী যে মা
            বোঝে মুখটি বুজি।
নিরাশ মনে আশার আলো            
             কোত্থাও না পেলে
মায়ের বুকে মুখটি লুকাই
               ভাসি নয়ন জলে।
এমন নিখাদ ভালবাসা
             কে দেবে আর ভাই
মা ছাড়া এই দুনিয়ায়
              অন্য কেউ যে নাই।    
মা যদি না থাকত ভাই
              বলছি সত্যি খাঁটি
জন্মটাই বৃথা হত                
              জীবন হত মাটি।
সতত জানাই প্রণাম
              মায়ের চরণ তলে
হৃদকোরকে ধরে রাখি
               মনের শতদলে।