দিদা ও দিদা,
তুমি আমার প্রণাম নিও।
তোমরা সবাই কেমন আছো
আমি  খুব একটা ভালো নেই।


মা খুব মারে আমাকে
বাবাও কম যায় না, বকে খুব
সবাই বলে পড়, পড়, পড় আর পড়
বড় হতে হবে, অনেক বড়, সবার বড়
দিদা, সবাই কি বড় হতে পারে!


পড়ার সঙ্গে আবার হাজারো বায়না--
নাচ-গান শেখ, জিম যাও--ইয়োগা করো
আঁকা শেখো, অভিনয় শেখো আরো কত কী
তুমি বলো দিদা, এমন ছকে বাঁধা জীবন
কার আর ভালো লাগে।


কেন যে বাবা দিল্লি এলো!
চাঁদ এখানে ধূলোয় ঢাকা
মন গুলো সব ফাঁকা ফাঁকা
গাছে গোলাপ নেই, মাঠভরা ধান নেই
গঙ্গায় কত জল? শুধোবার ফড়িং নেই।


কত দিন হল খুশীতে  বৃষ্টি মাখিনি
আম তলায় আম খুঁজিনি ভোরে ভোরে
আঁকষি দিয়ে কুল পাড়িনি বোনের সাথে
শাক তুলিনি তোমার সঙ্গে চুপড়ি ধরে।


এখানে দিদা বড় বড় বাড়ী আছে
দামী দামী গাড়ী আছে
মোবাইল, ল্যাপ্টপ, টিভি ফ্রীজ
আছে আছে সবই  আছে
কিন্তু মানুষে মানুষ কই, সবাই যেন যন্ত্র
টাকা টাকা টাকা চাই একটাই শুধু মন্ত্র।


দিদা, ও দিদা,
তুমি শুনছ কি আমার মনের কথা
বুঝছ  আমার প্রাণের ব্যথা
আমি আর এখানে থাকতে চাই না
মন যে আর কোন কথাই শোনেনা।


দিদা, ও দিদা,
তুমি কি আমাকে গ্রামে নিয়ে যাবে!
চাঁদের আলোয় কোলে বসিয়ে
কল্পকথার গল্প শোনাবে! বলনা!
উত্তরের অপেক্ষায়, তোমার সোনা।