থামো থামো যাচ্ছো কোথায়
     এমন করে ছুটছ তুমি
যাবার আগে ভেবেছো কি
     কোথায় তোমার লক্ষ্যভূমি।


বাঁচার জন্যে অর্থ চাই,
     তার জন্যে জীবন দেবে!
ভেবেছো কি আসল কাজটি
     কখন তুমি করবে ভবে।


ইহলোকের কাজেই যদি
       ডুবে থাকো সারাজীবন
পরলোকের তরে তুমি
      সাধন ভজন করবে কখন।


কাজ করে যাও দিবানিশি
     কাজে তুমি মগ্ন থেকো
তারই মাঝে তাকে তুমি
     অন্তরেতে ধরে রেখো।


তবেই জীবন ধন্য হবে
     ধন্য হবে ধরায় আসা
ভালোবাসায় ভরবে হৃদয়
    এই পৃথিবীর কাঁদা হাসা।