শ্মশানের শেষ নিমন্ত্রণে
যেতে তো হবেই একদিন
তবু কেন রাত্রিদিন
লালসায় হয়ে থাকি লীন।


আলো, পাখি, মাটি, গাছ
ধরায় ধরেছে যত প্রাণ
জল-স্থল-অন্তরীক্ষ
তোমারই তো সব অবদান।


তবু কেন অহং-এর আবরণে
আষ্টেপৃষ্ঠে বাঁধাঁ আমি
আমার আমার করি
ভুলে থাকি তুমি অন্তর্যামী।


থেকে যাবে মা মাটি ঘর
থেকে যাবে পুত্র-পরিজন
থেকে যাবে সব সুধীজন
যাকে মোর করেছি আপন।


সঙ্গে শুধু ছিলে তুমিই
থেকে তুমি যাবে চিরদিন
তবু কেন তোমাকেই ভুলে  
এ জগতে ছুটি অর্থহীন।


বসুন্ধরা পথহারা আজ
চারিদিক কালো আর কালো
গতি দাও জ্যোতি মহার্ণবে
ঢালো ঢালো ঢালো আরো আলো।