(মন)
তুই হারিয়ে গেলি ভবের হাটে
ভবেশ্বরে চিনলি না
কেনা-বেচা করলি সবই
পারের কড়ি কিনলি না।


বিত্ত-কণক-মুক্তা-হীরক
যা রেখেছিস সিন্দুকে তোর
কিছুই কাজে লাগবে না রে
জুটিয়েছিস যা জীবন ভর। (বৃথাই খাটলি জীবন ভর।)
ও তুই সবাইকেই করলি আপন
তাকেই আপন করলি না।


নাম-যশের অভিলাষা
জানিস না তুই অধম আশা
তুই, তার নামেতেই থাক রে ডুবে
তার নামেতেই বাঁধরে বাসা। (যাওয়া আসা)
সেই নামেতেই নে রে শরণ
ত্রিতাপ জ্বালায় জ্বলবি না।


প্রাণবায়ু তোর বেরিয়ে যাবে
পঞ্চভূতে  বিলীন হবি
বল হরি বল বলার পরে
আর কাকে তুই কাছে পাবি।
দু"দিন পরে ধরার পরে
কেউ আর মনে রাখবে না।


একজনই সে সুজন আছে
মরার পরেও যে তোর আপন
সময় আছে এখনো তুই
চিনে নে সে অরূপ রতন।
তুই তার ভাবেতেই থাক রে ডুবে
দিন রাত কর আরাধনা।