এই সাত সকালে কে গো এলে বকুল তলে
নাম না জানা অজানা এক সুবাস ঢেলে।
ভুবন ভরা রূপের ছটায় ভরল এ মন।
চোখের পলক পড়ছে না আর, কি আকর্ষণ।
চিনি চিনি বলছে এ মন দেখেছি কোথায়
তুমিই কি মোর প্রাণের পুরুষ এই অবেলায়।
এসো তোমায় বরণ করি প্রীতির মালায়
বেলা বকুল শিউলি গোলাপ বরণডালায়।
দেবো না আর যেতে তোমায় কোনখানে
মর্ম মাঝে থেকো সদা আলোক স্নানে।