সাজাও আসর বাজাও কাঁসর
আসছে যে আজ রাজার রাজা
শ্বেতচন্দনে আঁকো আল্পনা
মনোফুলে বেদী সাজারে সাজা।


শত জনমের কত তপস্যা
ভেসে চলে গেছে নয়নের জলে
এই শুভক্ষণে কি কপাল গুণে
দেখা দিলো সে যে এই ধরাতলে।


এলো মধুক্ষরা পুলকিত ধরা
শোকাতুর মুখে ফুটল যে হাসি
হোক উদঘোষ তারই জয়ধ্বনি
গাও তারই গান দিবস-নিশি।


আজ সঞ্চিত যত ক্লেদ ও কালিমা
রোগ শোক আর ব্যথা ও বেদনা
হোক অপসৃত মনের ম্লানিমা
ঢালো অকাতরে তোমার করুণা।


বাজাও তূর্য হে বীরেশ্বর
সকল আঁধার হউক প্রনাশ
উঠুক আজিকে ভোরের সুর্য
আলোকিত করে পূবের আকাশ।