স্নিগ্ধ সকালে শিউলি সুবাসে
মন্দানিলের মধুর আবেশে
গগনের গায় বিহগের গীতে
থোকা থোকা কাশে কলকাকলীতে
শরতের আগমনী ভেসে আসে।
শরৎ আসে শরৎ আসে শরৎ আসে।


ভাসে নীলাকাশে বলাকার দল
হাসে সরোবরে শত শতদল
ঢাকের কাঠিতে তৎ ত্রিভঙ্গে
ঋতা  রমণীর রভস রঙ্গে
শরতের নানা রূপ আসে ভেসে।
শরৎ আসে শরৎ আসে শরৎ আসে।


এ মধু বেলায় মনন-মালায়
বরি  ঈশ্বরে  বরণ  ডালায়
কেতকী-কেশরে কণক চাঁপায়
প্রীতির পুষ্পে থালায় থালায়
সাজাই শরতে মনের আকাশে।
শরৎ আসে শরৎ আসে শরৎ আসে।