নীরব চরণ ফেলে
কে তুমি এভাবে এলে
           এ মধুনিশায়
কি মধুর আবাহন
রোমাঞ্চিত দেহ-মন
           শিরায় শিরায়।


নিথর নীরব রাতি
কোথাও জ্বলেনা বাতি
          অধীর হৃদয়
এসো এসো অভিসারে
বাঁধ মোরে প্রীতিডোরে
            ওগো মনোময়।


মালকোষ মধুলয়ে
মন্দ্রিত এ মলয়ে
          এসো মনোরাজ
নির্মোক নির্মোহ কর
হৃদয়ে হৃদয় ধর
          ভুলি ভয় লাজ।


তৃষিত এ আঁখিলোরে
মিলিব চেতনাডোরে
           হারাব দুজন
চরাচরে এ ভুবনে
এ আনন্দ সে-ই জানে
          পেয়েছে যে জন।