স্বল্প শীতের মধুর পরশ
ভোরের সকালে লাগে গায়
শিউলি সুরভি মাখানো মলয়
ভৈরবী রাগে ডেকে যায়।


শরদিন্দুর স্নিগ্ধ আলোকে
শিশিরবিন্দু ভাসে
কেতকীকুঞ্জে অলি গুঞ্জরে
নীপকন্দুক হাসে।


আনন্দে স্নাত মনোমঞ্জরী
পুলকিত সারা ধরা
আকাশে বাতাসে খুশীর তুফান
চারিদিক সুধা ঝরা।


এসো এসো সব, শারদোৎসব
সাধি ঐক্যের গান
নন্দনবনে মাতি নাচে গানে
ছুঁয়ে সবাকার প্রাণ।