বাংলা আমার প্রাণের প্রাণ
            বাংলা মাতৃভাষা
এই ভাষাতেই মায়ের পেটে
            প্রথম কাঁদা হাসা।


আমি এই ভাষাতেই কথা বলি
                রামধনু রং বুনি
শ্রদ্ধা জানাই গুরুজনে
                গল্প কথা শুনি।


এই ভাষাতেই ধরার বুকে
            প্রথম আলো দেখা
মনন সিঁড়ি বেয়ে বেয়ে
            মনের রেখা লেখা।


মোর ভাব-ভাবনা শক্তি-ভক্তি
                   সমর্পণাঞ্জলি
এই ভাষাতেই ফুটে ওঠে
             মানস কুসুম-কলি।


মর্মে আমার ধর্ম প্রীতি
       এই ভাষাতেই গাঁথা
অনুরাগের অলক্তরাগ
          জীবনগীতি সাধা।