তীর্থে তীর্থে কেন বৃথা ঘোর
              আলোকতীর্থে চলো যাই
তিলক মালায় তিনি কি থাকেন
              ধ্যানে অনুধ্যানে তারে পাই।


বহির্বিশ্বে বর্ণবাহারে
             স্বর্গ কি কভু রচা যায়
স্মরণে মননে মর্ম মাঝারে
              দেখ তার দ্যুতি ঝলকায়।


নিঃশেষ করে তোমার সত্তা
                সঁপে দাও সে চরণে
মন ঢেলে দাও তব মনোরাজে
                  চিনে নাও সে রতনে।


ধন্য ধন্য হবে এ জীবন
                  এষণার হবে অন্ত
অনুভবে তুমি পাবে উপাস্যে
                   করে অন্তর আলোকিত।