স্নিগ্ধ সকাল।
জানালা দিয়ে ভোরের আলো
হঠাৎ করে জানিয়ে দিলো
                        আঁধার শেষ
এই তো এবার কবিতা লেখা
                        জমবে বেশ।


ঢেউ উঠল ভাব-সায়রে।
কাগজ-কলম হাতের কাছেই,
এবার শুধু সু-অক্ষরে
করতে হবে ভাষায় তাকে
                           উত্তরণ।
যাঃ মরেছে, বউ এসেছে
                          আহা মরণ।


যাই মরে যাই ভাব দেখে
ঘরে যে নাই চাল-কলা-ডাল
খাবে কি আমার পিণ্ডি মেখে!


ভাব দেখ না!
ঠিক যেন এক জ্ঞানের সাগর
যে যা বলুক আমি তো জানি
তুমি একটা মাথা মোটা
                         মূর্খ গাগর।


মল নেই, সিনেমা নেই
এ টি এম-পি টি এম...
                সব জায়গায় আমি
বসে বসে পা নাড়িয়ে
কবিতা লেখার নাটক করে
                 ডুবে থাকবে তুমি।


এ সব ঝেঁটিয়ে বিদেয় কর
না হয় যাচ্ছি এ ঘর ছেড়ে
                  তুমিই হাল ধর।
দেখ, কবিতা আমার প্রাণ
যেখানে খুশী সেখানে যাও
                 যা ইচ্ছা তা কর।


কী যে তুমি বল!
তোমাকে ছেড়ে আমি যাব
যত খুশী কবিতা লেখ
সঙ্গ আমি দোব।
তুমি-আমি দু'জন মিলেই
হাসব কাঁদব ভাসব।